ঢাকা, শনিবার, ১৬ চৈত্র ১৪৩০, ৩০ মার্চ ২০২৪, ১৯ রমজান ১৪৪৫

ফুটবল

নলডাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
নলডাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

নাটোর: যুব সমাজকে মাদকের থাবা থেকে ফিরিয়ে আনা এবং খেলাধুলায় যুক্ত করার উদ্দেশ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে মাধনগর কালোকাশিয়া কলেজ মাঠে নাটোর ফুটবল একাডেমী বনাম খোলাবাড়ীয়া ফুটবল একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধের ২১ মিনিটে খোলাবাড়ীয়া ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় মাইকেল একমাত্র গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ২৫ মিনিটের মাথায় মাইকেল আরও ১ টি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এতে খোলাবাড়ীয়া একাদশ ২-০ গোলে নাটোর ফুটবল একাডেমীকে পরাজিত করে চাম্পিয়ন হয়।  

খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিব আল রাব্বী। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মৃধা, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ তোতা, মাঠ কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক রাজু জোয়াদ্দার, সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সরদার প্রমুখ।

নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ১৪ জুন, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।