ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বালাকই থাকছেন জার্মানির অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
বালাকই থাকছেন জার্মানির অধিনায়ক

বার্লিন: অভিজ্ঞ মাইকেল বালাকই অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ কোচ জোয়াকিম লোর। দলে ফিরলে বালাকই থাকবেন অধিনায়ক।

লোর উদ্ধৃতি দিয়ে বুধবার এ কথা জানায় জার্মান পত্রিকা বিল্ড।  

মঙ্গলবার সন্ধ্যায় ফ্রাঙ্কফুট হোটেলে লো বলেন,“এই মুহূর্তে আমাদের হাতে আছে বাস্তিয়ান শোয়েনস্টাইগার আর সামি খেদিরার মত রক্ষনাত্মক মাঝ মাঠের খেলোয়াড়। ”

“মাইকেল যখন দলে ফিরে আসবে সেই হবে অধিনায়ক। যদি মাইকেল না খেলেন তাহলে ফিলিপ হবেন অধিনায়ক”খেলোয়াড়দের সঙ্গে আলাপকালে এ কথা বলেন লো।

অধিনায়ক থাকলেও ইউরো বাছাইয়ে প্রথম দুটি ম্যাচে দলের হয়ে মাঠে নামছেন না ৩৩ বছর বয়সী এই ফুটবলার। তাকে ছাড়াই শুক্রবার বেলজিয়ামের আর মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে খেলবে জার্মানি। অ্যাঙ্কলের চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি জার্মানির নিয়মিত অধিনায়ক। এই চোটের কারণেই বিশ্বকাপে খেলা হয়নি বালাকের।

জাতীয় দলে সুযোগ না পেলেও বালাক এখন জার্মানিতে খেলছেন দেশের কাব বেয়ার লিভারকুসেনে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।