ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

চোট নিয়ে জাতীয় দলের বাইরে পুয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, সেপ্টেম্বর ১, ২০১০
চোট নিয়ে জাতীয় দলের বাইরে পুয়েল

মাদ্রিদ: বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ইউরো বাছাই ম্যাচ শুক্রবার লিচেনস্টাইনের বিপক্ষে। ওই ম্যাচে খেলা হচ্ছে না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার কার্লেস পুয়েলের।

বড় অসময়ে কাফ মাসলে চোট পেয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার।

তাকে ছাড়াই দল সজাতে হচ্ছে কোচ দেল বস্ককে। মঙ্গলবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক প্রতিবেদনে জানায়, পুয়েলের বদলে মাঠে নামবেন ওসাসুনার ডিফেন্ডার নাচো মনরিল। এখন পর্যন্ত দুবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন তিনি।

“লাস রোজাসে জাতীয় দলের প্রথম দিনের অনুশীনের সময় হঠাৎই বাম পায়ের কাফ মাসলে হঠাৎই অস্বস্তি বোধ করেন পুয়েল। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে জানিয়ে মাঠ ছাড়েন। ”

ইউরো ২০১২ এর বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচ খেলার চারদিন পরে একটি আর্ন্তজাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।