ঢাকা: এশিয়ান গেমসের প্রাথমিক ক্যাম্পে নেওয়া হলো আরো ১৮ খেলোয়াড়কে। উন্মুক্ত বাছাই প্রক্রিয়ায় নতুনদের নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়দের নাম প্রকাশ করে ফেডারেশন।
খেলোয়াড়রা হলেন: সাব্বির হোসেন রানা, আব্দুস সবুর , রায়হান, এয়াকুব আলী, অজিত কুমার ঘোষ, প্রশান্ত রায়, অসিম গোপ, রিপন কুমার, সারওয়ার হোসেন, রাব্বি সালেহিন, ফরহাদ আহমেদ, রুবেল হোসেন, মোরশেদুল ইসলাম, নিজাম উদ্দিন, বেলাল হোসেন, মনিরুজ্জামান রকি, মাইনুল ইসলাম, আবু সাইদ নিপ্পন ও আফসার উদ্দিন।
এর আগে প্রাথমিক ক্যাম্পের জন্য ২৯ জনের দল নির্বাচন করে বাহফে। যাদের মধ্য থেকে ১৭ জন খেলোয়াড়কে জার্মান লিগে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘন্টা, সেপ্টেম্বর ০১, ২০১০
এএইচবি/এসএ