ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ভারতের কাছে হেরে বাংলাদেশ নারীদের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
ভারতের কাছে হেরে বাংলাদেশ নারীদের বিদায় ...

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আসরের শেষ চারের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে হারে লাল-সবুজরা।

বুধবার (২০ মার্চ) নেপালের শহীদ ময়দান রঙ্গশালায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায়।

এদিন ম্যাচে প্রায় একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় ভারত।

চার গোলের তিনটিই তারা প্রথমার্ধেই দেয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দল আক্রমণে কিছুটা ঘুরে দাঁড়ালেও গোল বঞ্চিত থেকে যায়। আর যোগ করা সময় আরও একটি গোল হজম করে বাংলাদেশ।

এর আগে এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা। তবে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ নারী ফুটবল দল।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad