ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

খেলা

তামিমের যাত্রা বিরতি মালয়েশিয়া!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, আগস্ট ৩১, ২০১০
তামিমের যাত্রা বিরতি মালয়েশিয়া!

ঢাকা: ভাইরাস জ্বর কাবু করে দিয়েছে তামিম ইকবালকে। দুর্বল শরীরে এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।

বিছানায় শুয়ে থাকলেও অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য মনটা ছটফট করছে জাতীয় দলের এ ব্যাটসম্যানের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টিকিট বুকিং দেওয়া হয়েছিলো শনিবারের। মঙ্গলবার জানা গেলো বৃহস্পতিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করতে চান তামিম। যাত্রা করবেন বলা হচ্ছে এই কারণে মাঝে বিরতি দেবেন ট্রানজিট পয়েন্ট মালয়েশিয়াতে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র এক কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন,“মালয়েশিয়াতে দুই দিন থেকে অস্ট্রেলিয়ায় রওয়ানা হবেন হাতের চিকিৎসা নিতে। ”

মালয়েশিয়া জায়গাটা অজানা কারণে বিশেষ পছন্দ তামিমের। ছুটি পেলেই উড়াল দেন মালয়েশিয়ায়। ভ্রমণ শেষে খোশ মেজাজে ফিরে আসেন দেশে। এই তো ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পরই মালয়েশিয়াতে গিয়েছিলেন। ক্রিকেট সফরের কান্তি কাটিয়ে দেশে ফিরেই আবারো একাগ্র হয়ে উঠেন ক্রিকেট নিয়ে। সুযোগ থাকায় অস্ট্রেলিয়া যাওয়ার পথেও একটা ঢু মেরে যাচ্ছেন।

অস্ট্রেলিয়াতে তামিম ম্যাটাকার্পালের চিকিৎসা নেবেন। হাতের উঁচু হাড়টাকে দেখাবেন দুইজন চিকিৎসককে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, আগস্ট ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।