ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্লাব কর্মকর্তাদের নিয়ে বাফুফের কর্মশালা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০

ঢাকা: পেশাদার লিগে বিদেশি খেলোয়াড় নেওয়ার বিষয়ে নতুন নিয়মের সঙ্গে পরিচিত করতে ক্লাব কর্মকর্তাদের নিয়ে দুইদিনের কর্মশালা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পেশাদার লিগের চতুর্থ আসর সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন শুরু।

চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।

কর্মশালার ব্যাপারে বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাতাহ বলেন,‘‘দলগুলো আগে বিদেশি খেলোয়াড়দের ট্রান্সফারের বিষয়টি কাগজে নথিভুক্ত করতো। ফিফা এখন নিয়ম করেছে অনলাইনের মাধ্যমে খেলোয়াড় ট্রান্সফারের ব্যবস্থা করতে। সে বিষয়ে প্রশিক্ষণ দিতেই কর্মশালার উদ্যোগ নিয়েছে বাফুফে। ’’

১২টি দলের মোট ২৪ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে বাফুফে। বুধবার থেকে এই কর্মশালা শুরু হচ্ছে।

এদিকে ৭ অক্টোবর ফেডারেশন কাপের মধ্যদিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু। বাংলাদেশ লিগের খেলা মাঠে গড়াবে ২০ ডিসেম্বর থেকে। তার আগে হবে ঘরোয়া লিগের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট সুপার কাপ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘন্টা, আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।