ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

অনুশীলনে মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১০

ঢাকা: বৃষ্টির মৌসুম। কাব মাঠে কিছুটা পানি জমে আছে।

ওতে কিছু আসে যায় না। ঢাকা মোহামেডানের ফুটবলাররা সোমবার অনুশীলনে নেমে গেছেন।

অনেক আশা ভরসা নিয়ে যাত্রা শুরু হলো। অনুশীলনের আগে উপস্থিত ছিলেন কাবের প্রধান আহ্বায়ক কুতুব উদ্দিন। খেলোয়াড়দের উজ্জীবিত করতে অনুশীলনে হাজির হয়েছিলেন ফুটবল কমিটির সভাপতি এসএম সালাম।

আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে কোচ শফিকুল ইসলাম মানিক বলেছেন,“আমরা নতুন একটি লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করলাম। আশা করি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। ”

সাদাকালো শিবিরের সবচেয়ে বর্ষিয়ান খেলোয়াড় হাসান আল মামুন বিশ্বাস করেন কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই। সবাইকে অকান্ত পরিশ্রমের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘন্টা, আগস্ট ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।