ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দুই বছর পর ইমরুলের ব্যাটে সেঞ্চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
দুই বছর পর ইমরুলের ব্যাটে সেঞ্চুরি দুই বছর পর ইমরুলের ব্যাটে সেঞ্চুরি-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ানডে ফরম্যাটে ইমরুল কায়েস সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। ২০১৬ সালের ৭ অক্টোবর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৯ বলে খেলেছিলেন ১২২ রানের ঝলমলে এক ইনিংস।

সেটি ছিলো তার ক্যারিয়ারের দ্বিতীয় ওয়নডে শতক। আর তৃতীয়টি এল সেই শের ই বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে।

যা তাকে এনে দিলো তৃতীয় শতকের স্বাদ।

রোববার (২১ অক্টোবর) অনেকটা ধ্বংসস্তুপের মধ্যেই সেঞ্চুরি করে বসলেন ইমরুল। ক্রিজের অপর প্রান্তের ব্যাটসম্যানেরা যখন জিম্বাবুয়ে বোলারদের তোপ সামলাতে না পেরে একে একে ক্রিজ ছাড়ার মিছিলে সামিল হয়েছেন, ঠিক তখনই ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখেছেন এই টাইগার ওপেনার।

দারুণ দায়িত্বশীল ব্যাটে তুলে নিয়েছেন বহুল প্রত্যাশিত শতক। যা করতে তাকে খেলতে হয়েছে ১১৮ টি বল এবং সেখানে চারের মার ছিল ৮টি আর ছয়ের মার ৩ টি। স্ট্রাইক রেট ৮৪.৬১।

তার শতকে ভর করেই দলীয় ২শ’ রানের কোটা পার করেছে বাংলাদেশ।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।