ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেদেরারের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেদেরারের ইতিহাস ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের ৩০তম গ্র্যান্ড স্লাম ফাইনাল স্মরণীয় করে রাখলেন রজার ফেদেরার। ব্যাক-টু-ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। পাঁচ সেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ক্রোয়েশিয়ার মেরিন সিলিককে হারিয়ে রেকর্ড ২০ নম্বর শিরোপা উঁচিয়ে ধরেন সুইস টেনিস কিংবদন্তি।

শিরোপা নির্ধারণীর স্কোরলাইন ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬, ৬-১। ম্যাচের ব্যাপ্তি ৩ ঘণ্টা ৩ মিনিট।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জিতে ২০১৮ সিজনটা দাপটের সঙ্গেই শুরু করলেন ৩৬ বছর বয়সী ফেদেরার।  ওজনয়াকির অস্ট্রেলিয়ান ওপেন জয়

অস্ট্রেলিয়ান ওপেনে এটি ফেদেরারের ষষ্ঠ শিরোপা। ছুঁয়েছেন রয় এমারসন ও নোভাক জোকোভিচকে। এর চেয়ে বেশি ট্রফি কারো নেই।

গ্র্যান্ড স্লাম সংখ্যায় প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি টাইটেলের মালিক হলেন ফেদেরার। দ্বিতীয় স্থানে রাফায়েল নাদাল (১৬)। গতবার নাদালকে হারিয়েই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছিলেন। এবার ইনজুরি আক্রান্ত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যান স্প্যানিশ সুপারস্টার।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।