ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

নিউজিল্যান্ড সফরে একদিনের ম্যাচ বাড়ছে পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

ওয়েলিংটন: বিশ্বকাপের প্রস্তুতি নিতে টেস্ট কমিয়ে একদিনের ম্যাচ বাড়িয়ে নিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। মঙ্গলবার নতুন করে সূচি দেওয়া হয়েছে।



পাকিস্তানের নিউজিল্যান্ড সফরে তিন টেস্টের জায়গায় এখন হবে দুই টেস্ট সিরিজ। একদিনের ম্যাচের সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয়েছে। সঙ্গে থাকছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন বলেন,‘‘বিশ্বকাপকে সামনে রেখে সীমিত ওভারের ম্যাচ বেশি খেলতে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একমত হয়েছি। ”

ডিসেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। তারপর টেস্ট আর সব শেষে হবে একদিনের ক্রিকেট সিরিজ।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘন্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।