ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

টেনিস

প্যারিস মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
প্যারিস মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন নাদাল ছবি:সংগৃহীত

প্যারিস মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণেই বাধ্য হলেন তিনি। তৃতীয় রাউন্ডের ম্যাচে ডান হাঁটুতে ব্যান্ডেজ বেঁধেই খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু চোটের পরিমান এতটাই বেশি যে কোয়ার্টার ফাইনালের আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। 

বৃহস্পতিবারই তৃতীয় পর্বের ম্যাচ জিতেন রাফা।  শেষ আটে ফিলিপ ক্রাজিনোভিচের মুখোমুখি হতেও প্রস্তুত ছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত চোটের কাছে হার মানলেন।

তবে এখন শঙ্কা জেগেছে এই মাসের শেষে লন্ডনে ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে খেলতে পারবেন কিনা? সাংবাদিক সম্মেলনে নাদাল বলেন, ‘গতকাল প্রচন্ড ব্যথা ছিল। কিন্তু না খেলার কথা ভাবিনি। গত রাতে দীর্ঘ চিকিৎসার পর ভেবেছিলাম আজ খেলতে পারব। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে কোর্টে ফেরা সম্ভব হল না। আমার জন্য খুব দুঃখের দিন। ’

দীর্ঘ হাঁটুর চোট কাটিয়ে এ বছরই ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতেছিলেন নাদাল, ‘আমরা মৌসুমের শেষে রয়েছি। এরকম ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক। হাঁটু সব সময়ই একটি বেশি ভোগায়। মাঝে মাঝে সেটা খুব খারাপ হয়ে যায়। যেটা এই মুহূর্তে আমার হয়েছে। ’ 

নাদাল সরে দাড়ানোয় ফেদেরারই এই টুর্নামেন্টে বড় নাম হিসেবে থেকে যাবে। নাদাল বলেন, ‘আমি লন্ডনে নামার জন্য চিকিৎসা করাব। কিন্তু এখনই কিছু বলতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad