ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

সাফল্যের ধারায় ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
সাফল্যের ধারায় ইন্টার

রোম: ইন্টারমিলানের সুদিন ফুরিয়ে যায়নি। গেল মৌসুমের ধারাবাহিকতায় এবারও সাফল্য দিয়ে যাত্রা শুরু হয়েছে।

শনিবার জিতেছে সুপার কাপের শিরোপা। স্যামুয়েল ইতোর জোড়া গোলে তারা ৩-১ এ হারিয়েছে এএস রোমাকে।

এক বছরে চারটি শিরোপার দেখা পেলো ইতালির এই ফুটবল কাবটি। আগের লিগ মৌসুমে চ্যাম্পিয়ন কোচ হোসে মরিনহোর প্রশিক্ষণে চ্যাম্পিয়ন্স লিগসহ তিনটি ট্রফি জেতে ইন্টার।

ঘরের মাঠ সানসিরোতে প্রথমার্ধের ২১ মিনিটে রোমাকে এগিয়ে নেন লেফটব্যাক জন আরনে রিসি। গোলের উৎস ছিলেন ফ্রান্সেস্কো টট্টি। গোল খেয়েই খোলস ছেড়ে বেরিয়ে আসে রাফায়েল বেনিতেজের দল। ৪১ মিনিটে গোরান পানদেভের গোলে খেলায় সমতা ফেরায় ইন্টার।

বিরতির পর স্যামুয়েল ইতোর গোলে ব্যবধান ২-১ এ নিয়ে যায় ইন্টার। দশ মিনিট পর জয়সূচক গোলটিও করেন আফ্রিকান সিংহ।

ইতালীয়ান কাপ, সেরি আ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ইন্টার কোচের দায়িত্ব থেকে সরে গিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন হোসে মরিনহো। নতুন কোচ বেনিতেজের অধীনেও সাফল্য যাত্রা শুরু।

দলের প্রশংসা করে নতুন কোচ বেনিতেজ বলেন,“আমি খুশি। খেলোয়াড়রা শুধু গোলই করেনি। বরং নিজেদের সেরাটা উজাড় করেও দিয়েছে। ”

বলেন,“এটা আমাদের প্রথম ম্যাচ ছিলো। খেলাও ছিলো তীব্র উত্তেজনাপূর্ণ। তাই জয় খুব সহজ ছিলো না। তবে আমরা খুব ভালো করেছি। ”

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘন্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।