ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

আবারো মাঠে গড়াচ্ছে জেএফএ কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, আগস্ট ২২, ২০১০

ঢাকা: দুই মৌসুম বন্ধ থাকার পর আবারো শুরু হচ্ছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) কাপ টুর্নামেন্ট। রোববার বাফুফের ডেভলপমেন্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।



আগামী নভেম্বরে পুনরায় এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। অনূর্ধ্ব-১৫ জেলা দল নিয়ে জেএফএ টুর্নামেন্ট শেষবার হয়েছে ২০০৭ সালে।

এদিকে নতুন প্রতিভা অন্বেষণের জন্য আগামী ঈদুল ফিতরের পরই অনুর্ধ্ব ১৮ দলের জন্য ট্রায়াল ও ক্যাম্প করারও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

জেলাগুলোতে প্রাথমিক বাছাইয়ের পর ঢাকায় হবে চূড়ান্ত বাছাই। সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে সেপ্টেম্বর মাসে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করবে ফেডারেশন।

৪৫ দিনের এই ক্যাম্পে ৭০ জন খেলোয়াড়কে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডেভলপমেন্ট কমিটি। ঢাকার বাইরে করা হবে অনূর্ধ্ব ১৮ দলের ক্যাম্পটি ।

আগামী বছর এএফসি অনুর্ধ্ব ১৬ ও ১৯ দলের প্রতিযোগিতাকে সামনে রেখেই জেএফএ কাপ ও অনূর্ধ্ব ১৮ দলের ক্যাম্প শুরু হচ্ছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।