ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

টেনিস

১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল ১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল-ছবি:সংগৃহীত

দুর্দান্ত একটি বছর শেষে যুক্তরাষ্ট্রের ইউএস ওপেন নিজের করে নিলেন রাফায়েল নাদাল। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়ে শিরোপার উৎসব করেন পুরুষ টেনিসের এক নম্বর তারকা।

১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল-ছবি:সংগৃহীতরোঁলা গ্যাঁরোতে স্প্যানিশ তারকা নাদাল জয় পেতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ২৭ মিনিট। যেখানে জয় পান ৬-৩, ৬-৩ ও ৬-৪ সেটে।

পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ড স্ল্যাম নিজের করে নেন।

১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল-ছবি:সংগৃহীতএরই মাঝে ফের জমে উঠলো ফেদেরার-নাদাল দ্বৈরথ। চলতি বছরই নিজেদের আবারও কোর্টে শক্তভাবে জানান দেন দুই টেনিসের মহাতারকা। ফলে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের দুটি করে ভাগ করে নেন তারা। ঠিক ১১ বছর আগে এই জীবন্ত কিংবদন্তিদের মাঝে এমনটি হয়েছিলো।

১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল-ছবি:সংগৃহীতবছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালকে হারিয়েই শিরোপা জিতেছিলেন সুইস তারকা রজার ফেদেরার। তবে ফ্রেঞ্চ ওপেন যায় নাদালের ঘরে। পরে উইম্বলডন জেতেন ফেদেরার। কিন্তু শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেন এবার জিতলেন নাদাল। রেকর্ড শিরোপাধারী ফেদেরার থেকে এখন মাত্র তিনটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফি দূরে আছেন নাদাল।

১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল-ছবি:সংগৃহীতনাদালের ক্যারিয়ারের এটি তৃতীয় ইউএস ওপেন শিরোপা। এর আগে ২০১০ ও ২০১৩ সালে মর্যাদাপূর্ণ ট্রফিটি ঘরে তুলে ছিলেন তিনি।

১৬তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন নাদাল-ছবি:সংগৃহীতবাকি গ্র্যান্ড স্ল্যাম গুলোর মধ্যে নাদালের অবশ্যই সবচেয়ে প্রিয় ফ্রেঞ্চ ওপেন। ২০০৫ সালের পর এই ট্রফিটি প্রায় নিজেরই করে নিয়েছেন তিনি। জিতেছেন রেকর্ড ১০বার। নাদাল ২০০৮ ও ২০১০ সালে জিতেছেন উইম্বলডন ওপেন। আর ২০০৯ সালে জিতেছেন একমাত্র অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।