ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

এক মাসের জন্য নিষিদ্ধ পর্তুগালের কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
এক মাসের জন্য নিষিদ্ধ পর্তুগালের কোচ

ঢাকা: অসদাচরণের দায়ে পর্তুগালের জাতীয় ফুটবল দলের কোচ কার্লোস কুইয়েরোজকে এক মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি এক হাজার পাউন্ড জরিমানা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

ডোপ টেস্ট সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা নিয়ে পর্তুগিজ স্পোর্টস ইনস্টিটিউশন কোচ কুইয়েরোজের নামে অসদাচারণের অভিযোগ আনে।

পরে শৃঙ্খলা বোর্ডের তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে আসলে কোচকে নিষেধাজ্ঞাসহ অর্থ দণ্ড দেয় ফেডারেশন।
 
৫৭ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সহকারী ম্যানেজার এ নিষেধাজ্ঞার জন্য থাকতে পারবেন না, সেপ্টেম্বরে শুরু হওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ ২০১২ এর বাছাই পর্বের দুটি খেলায়। প্রথম খেলায় পর্তুগাল খেলবে সাইপ্রাস সঙ্গে। আর দ্বিতীয়টিতে তারা মুখোমুখি হবে নরওয়ের।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘন্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।