ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

লামকেই অধিনায়ক চান জার্মানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
লামকেই অধিনায়ক চান জার্মানরা

 

বার্লিন: চোটের জন্য দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দর্শক ছিলেন জার্মানির নিয়মিত অধিনায়ক মাইকেল বালাক। বদলি হিসেবে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় ফিলিপ লামের কাঁধে।

সেই থেকে নেতৃত্বে ফিরে পেতে ব্যাকুল বালাক। অথচ অধিনায়ক হিসেবে জার্মানিদের পছন্দ লামকেই।

সংবাদ সংস্থা এএফপি’র সহযোগী জার্মান স্পোর্টস এজেন্সি এসআইডি’র এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। এতে  প্রতি দশজন জার্মানের মধ্যে ছয় জনই ২৬ বছর বয়সী লামের পক্ষ নিয়েছেন।

জরিপে অংশ নেওয়া ৬০.৩ শতাংশ জার্মান মনে করেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দলকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়া বায়ার্ন মিউনিখের তারকা খেলোয়াড় লামের হাতেই দলের নেতৃত্ব থাকা উচিত।

কেবল ২৬.২ শতাংশ জার্মান ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের জন্য দলের নেতৃত্ব বালাকের কাছে ফিরিয়ে দিতে আগ্রহী।

৩ সেপ্টেম্বর ব্রাসেলসে ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে জার্মানি।

এই জরিপে বায়ার্নের মাঝমাঠের খেলোয়াড় বাস্তিয়ান শোয়েনস্টাইগার ২০.৯ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

১৩.৪ ও ১১.৯ শতাংশ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ফিলিপ লাম ও থমাস মুলার।

ইংলিশ কাব চেলসিতে চার বছর থাকার পর এই মৌসুমে বুন্দেসলিগায় ফিরে আসা বালাক সেরার তালিকায় আছেন ৪ নম্বরে। তিনি পেয়েছেন ১০.৪ শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘন্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।