ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

মাচেরানোকে বার্সায় ভেড়াতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, আগস্ট ১৬, ২০১০

মাদ্রিদ: আর্জেন্টিনা অধিনায়ক হাভিয়ের মাচেরানোকে বার্সেলোনার জন্য উপযুক্ত মনে করছেন দলটির তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। স্বদেশী মাচেরানোকে লিভারপুল থেকে বার্সায় নিয়ে আসার চেষ্টাকেও সমর্থন দিয়েছেন তিনি।

 

যদিও লিভারপুল কাবের ম্যানেজার রয় হজসন আর বার্সেলোনার ক্রীড়া পরিচালক অ্যান্ডোনি জুবিজারেত্তা উভয়েই ২৬ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে আলোচনার খবর নাকচ করেছেন।

এদিকে শোনা যাচ্ছে মাচেরানোকে পেতে আগ্রহী তার সাবেক কোচ রাফায়েল বেনিতেজও। আর্জেন্টিনা অধিনায়ক যেন বেনিতেজের ইউরো চ্যাম্পিয়ন ইন্টারের সাড়া না দেন সে ব্যাপারেও দূতিয়ালি করছেন মেসি। যাতে ইন্টারের পরিবর্তে ন্যু ক্যাম্পেই আসেন জাতীয় দলের স্বতীর্থ এই ফুটবলার।

“এল জেফেসিতো (মাচেরানো) বার্সায় এলে দলটি আরো চাঙ্গা হবে। বার্সেলোনায় খেলার মতো যোগ্যতা তার আছে এবং এখানে খেলে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। ’’ সতীর্থ সম্পর্কে এভাবেই নিজের মূল্যায়ন তুলে ধরেন মেসি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘন্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।