ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জুলকারনাইনের খেলা অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০
জুলকারনাইনের খেলা অনিশ্চয়তা

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের পক্ষে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার। দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিংয়ের সুবাদেই ইনিংস ব্যাবধানে পরাজয় এড়াতে পারে পাকিস্তান।

আঙ্গুলে চোট পাওয়ায় সিরিজের বাকি দুই টেস্টে অনিশ্চিত জুলকারনাইন।


ব্যাটিংয়ে দৈন্যদশার কারণেই সিরিজে ২-০ তে পিছিয়ে পাকিস্তান। প্রথম ম্যাচে ৩৫৪ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের পরাজয়। ব্যর্থতার মাঝেও জুলকারনাইনের ব্যাটিংয়ে কিছুটা হলেও আলোর দেখা পায় সফরকারীরা। মোহাম্মদ ইউসুফের উপস্থিতিতে অবস্থার পরিবর্তনই আশা করেছিলো ওয়াকার ইউনুসের সৈনিকরা। অথচ ফের ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হচ্ছে পাকিস্তান।  

আঙ্গুলে চিড় ধরায় কোনভাবেই পরের টেস্টে ঝুঁকি নেবেন না ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

পাকিস্তান দলের ম্যানেজার ইয়ার সাঈদ রয়টার্সকে বলেন,‘‘আমি লন্ডনেই তাঁর (জুলকারনাইন) জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করেছি। চিকিৎসক তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের চিড় পরীক্ষা করে দেখবেন। মঙ্গলবার তাকে দেখানো হবে এরপরই আমরা নিশ্চিত হবো জুলকারনাইন আর সিরিজে খেলতে পারবেন কি না। গত মাসে লিডসে অনুশীলন চলাকালে আঙ্গুলের চোট পান তিনি। যেটা তাকে ভোগাচ্ছে। ’’

পাকিস্তান এখন ওস্টারশায়ারের সঙ্গে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলছে। জুলকারনাইন এই ম্যাচে খেলছেন না।
    
বুধবার ওভালে সিরিজের ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় ম্যাচটি শুরু হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘন্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।