ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

খেলা

র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রবীন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, আগস্ট ১৪, ২০১০
র‌্যাপিড দাবায় চ্যাম্পিয়ন রবীন

ঢাকা: দাবা ফেডারেশনের আয়োজনে শুক্রবার সাপ্তাহিক র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মাহতাবউদ্দিন আহমেদ রবীন। ছয় খেলায় পূর্ণ ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন তিনি।



পাঁচ পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানার-আপ, ফরহাদুর ইমাম তৃতীয়, গিয়াসউদ্দিন মিঠু চতুর্থ এবং নাসিরউদ্দিন অপু পঞ্চম স্থান লাভ করেন।

সাড়ে চার পয়েন্ট পেয়ে আলমগীর ষষ্ঠ স্থান লাভ করেন।

ছয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এই খেলায় ৪৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।