ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

গোলের খোঁজে গ্রিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, জুন ১৬, ২০১০

ঢাকা: প্রথমবার ১৯৯৪, দ্বিতীয়বার ২০১০। তবুও প্রতিপক্ষের জালে বল জড়ানো হয়নি গ্রিসের।

গত শনিবার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে তারা ২-০ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। এবার গোলের খরা কাটাতে বৃহস্পতিবার নাইজেরিয়ার বিপক্ষে নামছে তারা।
 
‘বি’ গ্রুপের এ দু’টি  দল বাংলাদেশ সময় রাত আটায় মুখোমুখি হবে ব্লুমফনটেইনের ফ্রি স্টেট স্টেডিয়ামে।

সুশৃঙ্খল রক্ষণভাগের জন্যই ২০০৪ সালে কোচ ওতো রেহাগেলের নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়ন হয় গ্রিস। সে দলের বেশির ভাগ খেলোয়াড় নিয়েই এবারের বিশ্বকাপে আগমন তাদের। তবে শুরুতেই দক্ষিণ কোরিয়ার কাছে হোঁচট খেয়ে কিছুটা আক্রমণাত্মাক হতে চাচ্ছে তারা।

অধিনায়ক গিওর্গোস কারাগোনিস বলেন, গ্রিসের একজন খেলোয়াড় প্রয়োজন, যে খেলবে আক্রমণভাগে। দলে কিছু পরিতর্বনের ইঙ্গিত দিয়েছেন কোচ ওতো। নাইজেরিয়ান আক্রমণ রোধে সেন্টার ব্যাকের শক্তি বাড়াতে সক্রাতিস পাপাস্তাথোপুলোস ও সোতিরিস কির্গিয়াকোসকে একাদশে নিতে পারেন তিনি।

বিশ্বকাপে প্রথমবার গ্রিস বিদায় নেয় ১০ গোল হজম করে। সেবার তারা হারে ২-০ গোলে নাইজেরিয়ার কাছে। এর বাইরেও সুপার ঈগলদের সঙ্গে দু’বারের দেখায় কোন সাফল্য নেই তাদের।

বিশ্বকাপের চারটি আসরে নাইজেরিয়া প্রতিবারই জিতেছে ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে।

‘বি’ গ্রুপের প্রথম খেলায় দিয়েগো ম্যারাডেনার আর্জেন্টিনার কাছে ১-০ হেরে একটু কোনঠাসা সুপার ঈগলরা। তাই বলে ভেঙ্গে পড়েনি। বরং ঘুরে দাঁড়াতে চায় গ্রিসের বিপক্ষে জিতে।

প্রথম রাউন্ড সফলভাবে শেষ করে দ্বিতীয় পর্বে যাওয়ার ইচ্ছে নাইজেরিয়ার। কেননা ২০০২ সালে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেয় তারা। একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আটঘাট বেঁধেই মাঠে নামবে দলটি।

এই খেলায় যারা হারবে বিদায় নিশ্চিত তা ভালোই জানা ঈগলদের। তাই জয়ের জন্যই লড়বে। আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে ভুলগুলো সংশোধন করেই গ্রিসের মুকাবেলা করতে প্রস্তুত নাইজেরিয়া।

গোলরক্ষক ভিসেন্ট এনিয়েমা যেমনটা বলেন,“হাতে আরো দু’টি খেলা আছে। ঈশ্বরকে ধন্যবাদ আর্জেন্টিনার কাছে অল্প ব্যবধানে হেরেছি আমরা। ”

গ্রিস সম্ভাব্য একাদশ: আলেকসান্দ্রোস জোরভাস (গোলরক্ষক), লুকাস ভিনতারা, গিওউরকাস সেইতারিদিস, ভাসসিলিস তোরোসিদিস, সোতিরিস কির্গিয়াকোস, ক্রিসতোস পাতসাজোগ্লু, গিওরগোস কারাগুনিস, কোসতাস কাতসুরানিস, গিওরগোস সামারাস, দিমিত্রিস সালপিনগিদিস ও ফানিস গেকাস।

নাইজেরিয়া সম্ভাব্য একাদশ: ভিসেন্ট এনিয়েমা (গোলরক্ষক), চিদি ওদিয়াহ, দানি শিতু, জোসেফ যুবো, তায়ে তাইউ, পিটার ওদেমউইনগিয়ে, ডিকসন এতুহু, হারুনা লুকমান, সানি কাইতা, ইয়াকুবু আইয়েগবেনি ও ভিক্টর ওবিনা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩৫ ঘ. ১৬ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।