ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপে কেউই নিখুঁত নয়: লিপ্পি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০১০

ঢাকা: দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে আসা কোনো দলই নিখুঁত নয়। এমন দাবি করেছেন ইতালির কোচ মার্সেলো লিপ্পি।

তার দৃষ্টিতে বিশ্বকাপের কোনো দলই এখনও নিজেদের সেরাটা দেখাতে পারেনি। সোমবার প্যারাগুয়ের সঙ্গে ইতালি ১-১ গোলে ড্র করার পরই এ কথা বলেন ইতালি কোচ।

দলের পারফরমেন্স নিয়ে মোটেই হতাশ নন লিপ্পি। তার দল বিশ্বকাপের শীর্ষ দলগুলোর থেকে খুব একটা পিছিয়ে নেই। এখনই সমর্থকদের হতাশ না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

আজ্জুরি কোচ বলেন,“আমাদের আরো ভাল করতে হবে এবং আমি নিশ্চিত ইতালি সেটা করবে। ’’

জার্মান বিশ্বকাপের সাফল্যই সাহস যোগাচ্ছে লিপ্পিকে। সেবারও শুরুটা ভাল হয়নি চ্যাম্পিয়নদের। এমনকি গ্রুপ পর্বেই প্রায় বিদায় ঘন্টা বেজে গিয়েছিলো আজ্জুরিদের। শেষপর্যন্ত তারা জেতে চতুর্থ শিরোপা।

‘‘চার বছর আগের বিশ্বকাপে আমরা বর্তমানের চেয়েও বেশী ঝুঁকিতে ছিলাম। কিন্তু আমরা তার চেয়ে বেশি সম্ভাবনাও তৈরি করেছিলাম। ’’ সমর্থকদের এভাবেই আশ্বস্ত করেন ব্লুদের কোচ।

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৬৯ ঘ. ১৫ জুন, ২০১০
এএইচএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।