ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পেনের আত্মবিশ্বাস বাড়িয়েছে ইউরো শিরোপা: ফার্নান্দো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুন ১৫, ২০১০

জোহানেসবার্গ: বিশ্বকাপের শিরোপা পেতে এবার আটঘাট বেধেই মাঠে নামবে স্পেন। দেশটির ফুটবল ফেডারেশনের পরিচালক ফার্নান্দো হেইরো বলেছেন ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

সেটাকেই কাজে লাগাবে তোরেস ও জাভিরা।

ফার্নান্দো হিয়েরো ‘এএস’কে দেওয়া সাক্ষাতকারে বলেন,“ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে সাফল্য দলের জন্য জরুরি ছিল। এতে পুরো দলের মানসিকতায় যোগ করেছে বাড়তি প্রেরণা। ”

দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন “গ্রুপের (এইচ) অন্যান্য দলগুলোগুলো সম্পর্কে ভালই ধারনা আছে স্পেনের। প্রয়োজনের সময় কিভাবে খেলতে হয় ভালোই জানা আছে খেলোয়াড়দের। ”

গ্রুপ পর্বের খেলায় জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় শিরোপা প্রত্যাশি স্পেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৪০ ঘ. ১৫ জুন, ২০১০
এসএফএম/সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।