ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংলিশদের সমালোচনায় বেকেনবাওয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১০

জোহানেসবার্গ: জার্মানির জীবন্ত কিংবদন্তি ফুটবলার ফ্রেঞ্জ বেকেনবাওয়ার মনে করেন ঘরোয়া ফুটবলে অতিমাত্রায় বিদেশি নির্ভরতাই আন্তর্জাতিক ফুটবলে পিছিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ‘সি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংলিশদের খেলা পছন্দ হয়নি ১৯৭৪’এর বিশ্বকাপে জার্মানির অধিনায়ক বেকেনবাওয়ারের।

পিছিয়ে পড়ার কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ড।

ডেইলি সানকে এক সাক্ষাতকারে তিনি বলেন,“যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভাল ফুটবল খেলেনি ইংল্যান্ড। ”

ইংলিশদের ফুটবলের মান পড়ে যাওয়ার কারণ হিসেবে প্রিমিয়ার লিগে অতিমাত্রায় বিদেশি নির্ভর হয়ে পড়াকেই দায়ি করেছেন তিনি। তার মতে,“ইংলিশ লিগে অন্যদেশের ফুটবলার বেশি থাকায় স্থানীয় খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না। তারই প্রভাব পড়েছে বিশ্বকাপে। ”

এই কঠিন সময়ে দলের পারফরমেন্সের উন্নতি আনার ব্যাপারে শঙ্কিত জার্মান ‘গ্রেট’। তার দৃষ্টিতে,“আমি নিশ্চিত বলতে পারবো না, ক্যাপোলো এই মুহূর্তে দলে কতটা পরিবর্তন আনতে পারবেন। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ২০৫২ ঘ. ১৫ জুন, ২০১০
এসএফএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।