ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জয় দিয়েই শুরু ডাচদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জুন ১৪, ২০১০

ঢাকা: বিশ্বকাপের ‘ই’ গ্রুপের খেলায় সোমবার নেদারল্যান্ডস ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ডেনমার্ককে।

জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে প্রথমার্ধ ছিলো গোলশূন্য।

তবে বিরতির পর উভয় দলের লড়াই-ই ছিলো দেখার মতো। ৪৬ মিনিটে সুযোগও তৈরি করে ডাচরা। ড্যানিয়েল অ্যাগারের আত্মঘাতি গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড।  

রবিন ফন পার্সি ক্রস থেকে আসা বল, সিমন পলসন হেডে কিয়ার করতে গিয়ে সতীর্থ খেলোয়াড় দানিয়েল অ্যাগারের পিঠে লাগান। গতি বদলে বল চলে যায় নিজেদের পোস্টে।

খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ডেনমার্ক।   শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু ৮৫ মিনিটে আরো একটি গোল পেয়ে যায় নেদারল্যান্ড। লক্ষ্যভেদ করেন ডির্ক কুইট।

টানা ৪৩ বছরের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো ডাচরা। অন্যদিকে ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসা হলো না স্ক্যান্ডিনেভিয়ানদের।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৪৩ ঘ. জুন ১৪, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।