ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

স্টিভকে পেছনে ফেললেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, আগস্ট ৩, ২০১০
স্টিভকে পেছনে ফেললেন শচীন

কলম্বো: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহকে পেছনে ফেলে টেস্টের সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড এখন শচীন টেন্ডুলকারের।

কলম্বোর পাইকিয়াসোথি সারাভানামুত্তু স্টেডিয়ামে (পি সারা ওভালে) মঙ্গলবার ১৬৯তম টেস্ট ম্যাচে খেলেন ভারতের এই ব্যাটিং আইকন।



একদিনের ক্রিকেটেও চূড়ায় ওঠার অপেক্ষায় আছেন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন। শ্রীলঙ্কান সনাৎ জয়সুরিয়ার সর্বোচ্চ ৪৪৪ ম্যাচের থেকে মাত্র দুই ম্যাচ দূরে আছেন তিনি।

১৯৮৯ সালে মাত্র ষোল বছর বয়সে করাচিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ‘লিটল মাস্টার’ খ্যাত এই ব্যাটসম্যানের।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, আগস্ট ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।