ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সম্বর্ধনা পেলেন দুই গলফার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১০
সম্বর্ধনা পেলেন দুই গলফার

ঢাকা: শ্রীলঙ্কান ওপেন অপেশাদার গলফে টুর্নামেন্টে সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেলেন গলফার দুলাল হোসেন এবং মোহাম্মদ জাকিরুজ্জামান।

সোমবার কুর্মিটোলা গলফ কাবে এক অনাড়ম্বর পরিবেশে এই দুই খেলোয়াড়কে ক্রেস্ট উপহার দেয় বাংলাদেশ গলফ ফেডারেশন।



২৪ থেকে ২৯ জুলাই শ্রীলঙ্কার রয়্যাল কলম্বো গলফ কাবে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ দলগত চ্যাম্পিয়ন হয়। ব্যক্তিগতভাবে রানারআপ হন জাকিরুজ্জামান। জাতীয় দলের হয়ে দেশের জন্য টানা সাফল্য বয়ে আনছেন এই দুই গলফার।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারোয়ার আহমেদ ও যুগ্ম সচিব কর্নেল এস এম শওকত আলী (অব.) এবং কুর্মিটোলা গলফ কাবের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দরা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘন্টা, আগস্ট ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।