ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় ক্রীড়াপুরস্কার পেলেন দশ ক্রীড়াব্যক্তিত্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১০

ঢাকা: ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন ১০ ক্রীড়াব্যক্তিত্ব। যুব ও ক্রীড়ামন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে তাদের নামের তালিকা প্রকাশ করে।

তারা হলেন: দেওয়ান শফিউল আরেফিন টুটুল (ফুটবলার ও সংগঠক), বাদল রায় (ফুটবলার), এ এম নাঈমুর রহমান দুর্জয় (ক্রিকেটার), সামছুল আলম মঞ্জু (ফুটবলার), অঞ্জণ চৌধুরী পিন্টু (সংগঠক), সাহেদ আজগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেট ও সংগঠক), শামীম আরা টলী (অ্যাথলেট), মোহাম্মদ মহসীন (হকি খেলোয়াড়) এবং মোস্তফা কামাল (ভলিবলার)।

ক্রীড়ামন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায় জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত প্রত্যেককে দুই ভরি ওজনের একটি করে স্বর্ণপদক, নগদ ২০ হাজার টাকা এবং সনদপত্র দেওয়া হবে।    

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৪৮ ঘ. ১৪ জুন ২০১০
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।