ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ম্যানসিটিকে উড়িয়ে দিলো ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১০

ঢাকা: প্রীতি ম্যাচে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা ইন্টারমিলান বড় ব্যবধানে জিতেছে ইংলিশ কাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। গত মৌসুমে ট্রেবল জয়ী ইন্টার ৩-০ গোলে উড়িয়ে দেয় প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়া ম্যান সিটিকে।



মার্কিন যুক্তরাস্ট্রের বাল্টিমোরে সেরি আ চ্যাম্পিয়নদের জয় এনে দেন তাদের নাইজেরিয়ান তারকা এনসোফর ভিক্টর অবিন্না। ৩৮ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন অবিন্না।

দ্বিতীয়ার্ধে (৫৪ মি.) দলকে দ্বিতীয় গোলও পাইয়ে দেন তিনি। গোলপোস্টের উদ্দেশ্যে অবিন্নার শট প্রতিপক্ষের রক্ষণভাগ খেলোয়াড় জোলিয়ন লেসকটের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।  

৭৪ মিনিটে ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকেন ক্রিস্টিয়ানো বিরাঘি।

ম্যাচের একমাত্র লাল কার্ডটি পান ইংলিশ দলের ফরাসি তারকা প্যাট্রিক ভিয়েরা। ২১ মিনিটে তিনি ইন্টারের মার্কো মাতেরাজ্জিকে মারাত্মক ফাউল করায় রেফারি ভিয়েরাকে মাঠ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘন্টা, আগস্ট ০১, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।