ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

নিউজিল্যান্ড আসবে ৫ অক্টোবর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১, ২০১০
নিউজিল্যান্ড আসবে ৫ অক্টোবর

ঢাকা: অনেক যত্ন করে ঘরোয়া ক্রিকেটের বার্ষিক সূচী তৈরি করেছিলো গেম ডেভলপমেন্ট কমিটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামালের ইচ্ছায় তা বদলে দিতে হচ্ছে।

২০১১ সালের বিশ্বকাপের আগে চারদিনের ম্যাচ হচ্ছে না।

ক্রিকেট পরিচালনা মূল্যায়ন কমিটির সভাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ রোববার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন, ২০১১ সালের এপ্রিলে জাতীয় লিগের খেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না।

সিরিজ বলেন,“বিশ্বকাপের আগে চারদিনের ম্যাচ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আগামী বছর এপ্রিলে জাতীয় লিগের খেলা হবে। তবে ঢাকা লিগের খেলা শেষ করা হবে বিশ্বকাপের আগে। ”

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলছে না বাংলাদেশ। পাঁচটি ম্যাচ একদিনের সিরিজেই সীমিত থাকছে ঢাকায় নিউজিল্যান্ডের সফর।

ক্রিকেট অপারেশন্স নতুন সময় ঠিক করেছে আগামী ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ করতে হবে।

ক্রিকেট পরিচালনা কমিটির প্রধনা জানিয়েছেন নতুন সূচী সোমবারই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে।

সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘন্টা, আগস্ট ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।