ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

নেইমারকে দেশেই থাকতে বললেন পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০
নেইমারকে দেশেই থাকতে বললেন পেলে

সাও পাওলো: সান্তোসের আক্রমণভাগের খেলোয়াড় নেইমারকে পেতে আদাজল খেয়ে মাঠে নেমেছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু ব্রাজিলের কাবটি তাদের ১৮ বছরের এ ‘ফুটবল রতœকে ছাড়তে নারাজ।

এরই মধ্যে ব্লুজদের বিরুদ্ধে ফিফা’র কাছে নালিশ এবং হুমকিও দিয়েছে কাবটি। অভিযোগ চেলসি তাদের খেলোয়াড়কে অবৈধভাবে দলে ভেড়াতে চাইছে।

অবশ্য নেইমার তাদের সাবেক কিংবদন্তি পেলের কথা শুনলে ঝামেলা চুকে যাবে। নেইমারকে ফুটবলের রাজা পরামর্শ দিয়েছেন ইংলিশ কাবটিতে না যাওয়ার জন্য। তিনি বিশ্বাস করেন ক্যারিয়ারের এ পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া ঠিক হবে না ১৮ বছরের এই ফুটবলারের।

তিনবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই কিংবদন্তি বলেন,“ইংল্যান্ডে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত নয় নেইমার। ”

প্রায় ২৪ মিলিয়ন পাউন্ড নিয়ে এই গ্রীষ্মে স্ট্যামফোর্ডব্রিজে যাওয়ার জন্যও ঠিকই যোগযোগ রাখছেন সান্তোসের স্ট্রাইকার।

এদিকে চেলসি চেয়ারম্যান ব্রুস বাক সান্তোসের অভিযোগ অস্বীকার করে বলেছেন, দলকে শক্তিশালী করার জন্য তারা অবৈধ কিছু করছেন না।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘন্টা, আগস্ট ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।