ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

মুরালির নামে বিশ্বকাপ ভেন্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
মুরালির নামে বিশ্বকাপ ভেন্যু

কলম্বো: বিশ্বের সবচেয়ে সফল বোলার মুত্তিয়া মুরালিধরনের নামে বিশ্বকাপ ভেন্যুর নামকরণ করতে যাচ্ছে শ্রীলঙ্কা।

২২ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন ওই স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে মুরালির নিজের শহর ক্যান্ডির পাল্লেকেলেতে।

যেখানে ২০১১’র বিশ্বকাপের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্থানীয় ডেইলি মিরর পত্রিকা জানায়, সম্প্রতি টেস্টকে বিদায় জানানো মুরালির প্রতি সম্মানার্থে  নির্মাণাধীন ভেন্যুটি তাঁর নামেই নামকরণের সিদ্ধান্ত নেয় ক্যান্ডির কেন্দ্রীয় প্রাদেশিক কাউন্সিল।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার গত সপ্তাহে গলেতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অংশ নিয়ে টেস্টকে না বলে দেন। সঙ্গে টেস্টে ৮০০ উইকেট লাভের অসাধারণ কীর্তি রেখে যান।

কেবল টেস্টেই নয়, এক দিনের ম্যাচেও মুত্তিয়াই সেরা। নিয়েছেন রেকর্ড ৫১৫ উইকেট। উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলেই বিদায় জানাতে চান একদিনের ম্যাচকেও।

বিশ্বসেরা এই বোলার জানিয়েছেন বিশ্বকাপে যদি প্রয়োজন হয় তবে সাড়া দেবেন তিনি।

২০১১’র বিশ্বকাপে ভারত আর বাংলাদেশের সঙ্গে সহ-আয়োজক শ্রীলংকা। যারা তিনটি ভেন্যুতে ১২টি ম্যাচ আয়োজন করবে ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘন্টা, জুলাই ৩০, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।