ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্সেনালের জন্য মন কাঁধে ফ্যাব্রিগাসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০
আর্সেনালের জন্য মন কাঁধে ফ্যাব্রিগাসের

মাদ্রিদ: আর্সেনাল ছেড়ে বার্সালোনা যেতে উদগ্রীব স্পেনের মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। তবুও তার মন কাঁধে উত্তর লন্ডনের ইংলিশ কাব আর্সেনালের জন্য।

বৃহস্পতিবার স্থানীয় এক ম্যাগ্যাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের অভিব্যক্তি তুলে ধরেন ২৩ বছর বয়সী ফ্যাব্রিগাস। বলেন,“আমি বার্সার সমর্থক। আমি কাতালান। আমার দাদা, চাচা ও ভাই সবাই তাই ছিলেন। কৈশোর থেকেই বার্সার ওই রঙের (লাল) প্রতি আমার ভালবাসা। ”

তবে বার্সার জন্য আবেগ উজার করে দিলেও একেবারে ভুলে যাননি বর্তমান কাব আর্সেনালকে। বলেন, আমি একজন গানার (আর্সেনাল)। কারণ এখানেই আমি একজন খেলোয়াড় এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠেছি। ”

কৈশোরে খেলেছেন বার্সাতে। তাই আবারও কাতালানদের কাছেই ফিরে যেতে চাইছেন এই মিডফিল্ডার। এজন্য কাব দুটির মধ্যে তাকে নিয়ে চলছে দরকষাকষিও। এরই মধ্যে বার্সা ২৯ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে আর্সেনালকে। কিন্তু রাজি হয়নি কাবটি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘন্টা, জুলাই ২৯, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।