ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

চলে গেলেন সিআই গুনাসেকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

কলম্বো: শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং অল-সিলন অধিনায়ক কনরয় আয়েভার্স গুনাসেকারা বৃহস্পতিবার চির বিদায় নিয়েছেন।

১৯২০ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার দেশটির বৃটিশ শাসনামলে ক্রিকেট শেখেন।

খেলতেন রয়্যাল কলেজের হয়ে। তবে খ্যাতি কুড়িয়েছেন সিংহলিজ স্পোর্টিং কাবে।

স্যার ডন ব্র্যাডম্যান ও বব সিম্পসনদের বিপক্ষে খেলা এই ক্রিকেটার অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন। বোলার হিসেবে ছিলেন ডানহাতি লেগ ব্রেক স্পিনার।

২৭ বছরে জাতীয় দলের অধিনায়ক হন তিনি। কমনওয়েলথ একাদশের হয়েও খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন ১৯৬৪ সালে।

‘সিআই’ নামেই সমধিক পরিচিত এই ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯০ বছর।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।