ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

কর ফাঁকি দেয়নি যুবরাজ: শবনম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০
কর ফাঁকি দেয়নি যুবরাজ: শবনম

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র প্রথম ও দ্বিতীয় আসরে অর্জিত টাকার কর যথাযথভাবে জমা দেননি। দেশটির আয়কর বিভাগের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তাঁর মা শবনম।



শুক্রবার সাংবাদিকদের কাছে শনবম জানান, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার জন্যই কেবল পারিশ্রমিক পেয়েছিলো যুবরাজ। দলের প্রচারের জন্য নয়।

তিনি বলেন,“সংবাদপত্রের প্রতিবেদনে যুবরাজের আয়ের কোন ছেদ দেখায়নি। কেননা আইপিএলের সময় কেপিএস ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ যুবরাজকে শুধু দলে খেলার জন্যই অল্প কিছু অর্থ দেওয়া হয়েছিল। ”

প্রথম ও দ্বিতীয় আইপিএল মিলিয়ে প্রায় ৯৬.৪৩ লাখ টাকার কর ফাঁকির অভিযোগ উঠেছে যুবরাজের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘন্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।