ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

২৬তম জাতীয় সিনিয়র বক্সিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

ঢাকা: সাউথইষ্ট ব্যাংক ২৬তম জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় বৃহস্পতিবার সাতটি ওজন শ্রেণী ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়।

এসব খেলায় ৪৮ কেজিতে আনসারের টিপু সুলতান, রাজশাহীর জেলা ক্রীড়া সংস্থার আল আমীন, সেনাবাহিনীর মিজানুর রহমান ও দিনাজপুর পোলস্টার কাবের বিল্লাল হোসাইন সেমিফাইনালে উঠেছেন।



৫১ কেজিতে আনসারের মশিউর রহমান কাজল, যশোর মঈন স্মৃতি সংসদের মো. আসাদুজ্জামান ও চুয়াডাঙ্গা ডিএসএ’র মো. সুজন আলী জয়লাভ করে শীর্ষ চারে জায়গা করে নেন।

এদিকে ৫৪ কেজিতে সেমিফাইনালে উঠেছেন আনসারের মো. দাউদ হোসেন, বিকেএসপির রিয়াদ হোসাইন, বিডিআরের মো. মহিবুল্লাহ।

তবে ৫৭ কেজিতে লড়াইটা বেশি জমজমাট ছিলো। বিডিআরের মোহাম্মদ আলী সেনাবাহিনীর আল আমীনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন। এই ইভেন্টে বিকেএসপির হোসেন আলীও সেমিফাইনালে উঠেছেন।

অন্যদিকে আনসারের আরিফ হোসাইন বাই পেয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেন।

প্রতিযোগিতার অন্য ইভেন্ট ৬০ কেজি ওজন শ্রেনীতে রাজশাহীর মতিন স্মৃতি সংসদের মো. বিপ্লব বাই পেয়ে সেমিফাইনালে উঠেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।