ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

দক্ষিণ আফ্রিকায় বর্ষসেরা ক্রিকেট আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জুলাই ২১, ২০১০

জোহানেসবার্গ: হাশিম আমলাকে ভাগ্যবানই বলতে হবে। দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট অব দ্য ইয়ার হয়েছেন।

সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও গেছে তাঁর দখলে।

এখানেই শেষ নয় মোট পাঁচটি পুরস্কার জিতেছেন। দ্য স্টার অব ক্রিকেট সাউথ আফ্রিকার বার্ষিক পুরস্কার হিসেবে বুধবার আমলার নাম ঘোষণা করা হয়।

গত বছর নাগপুরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অপরাজিত ২৫৩ রানের জন্য পেয়েছেন “সো গুড” নামে আরেকটি পুরস্কার।

এদিকে এবিডি ভিলিয়ার্স একদিনের ক্রিকেট সেরা হয়েছেন। নবাগতের পুরস্কার রায়ান ম্যাকলারেন আর চার্ল ল্যাঙ্গাভেল্ট পেয়েছেন প্রো টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘন্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ