ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ম্যানইউ’র জার্সি শয়তানের প্রতীক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১০
ম্যানইউ’র জার্সি শয়তানের প্রতীক

কুয়ালালামপুর: বিখ্যাত ইংলিশ কাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতীক হচ্ছে ডেভিল। বাংলায় যার অর্থ অশুভ আত্মা বা শয়তান।

তাই কাবটির জার্সি গায়ে না জড়াতে মুসলামনদের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ান ধর্মীয় নেতারা।

বুধবার দেশটির রক্ষণশীল ধর্মীয় নেতা ওই কাবের জার্সি ইসলাম বিরোধী বলে ঘোষণা দেন।

যদিও ম্যানইউসহ ইংলিশ লিগের দলগুলো মালয়েশিয়াতে বেশ জনপ্রিয়। এশিয়া জুড়েই রয়েছে কাবগুলোর সমর্থক।

নুহ গাদোত নামে এক শীর্ষ ইসলামিক চিন্তাবিদ বলেন,“এটা খুবই বিপদজনক। এছাড়া একজন মুসলমান হিসেবে আমাদের অন্য ধর্মীয় প্রতীকের পূজা করা উচিৎ নয়। ”

তিনি বলেন,“খেলা বা ফ্যাশন যাই হোক। এ জাতীয় পোষাক পড়ার কোন যুক্তি নেই মুসলমানদের। কেননা আমাদের ধর্মীয় বিশ্বাসে চির ধরাতে পারে। ”

মালয়েশিয়া উদার ইসলামিক দেশ হিসেবে বর্হিবিশ্বে পরিচিত। তবে রক্ষণশীল ধর্মীয় নেতারা এর আগেও এমন ফতোয়া দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘন্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।