ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

লো থাকছেন জার্মানিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ফ্রাঙ্কফুর্ট: বিশ্বকাপের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো জোয়াকিম লোকে রেখে দিচ্ছে জার্মান ফুটবল ফেডারেশন। গুঞ্জন শেষে সত্যি হলো।

লো জার্মান ফুটবলের সঙ্গে থাকছেন আরো দুই বছর।

দলের সাফল্যের পুরস্কার হিসেবে তাঁকে রেখে দেওয়া হয়েছে। তারুণ্য নির্ভর দল নিয়ে বিশ্বকাপ ভালোই মাতিয়েছে জার্মানরা। ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর আর্জেন্টিনাকে হারিয়েছে ৪-০ গোলে। সেমিফাইনালে হারলেও তৃতীয় হয়েছে উরুগুয়েকে হারিয়ে। বিশ্বকাপের সাফল্য একেবারে মন্দ নয়।

আরেকবার সুযোগ তো দেওয়া যেতেই পারে। ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত সুযোগটা পেলেন লো।

মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের জার্মান ফুটবল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫০ বছর বয়সী এই কোচ বলেন,‘‘খুবই সাদামাটা আলোচনা হয়েছে। দলের সঙ্গে থাকতে পেরে আমি খুবই খুশি। বিশ্বকাপেও আমরা যথেষ্ট উপভোগ করেছি। ’’

এদিকে ফেডারেশন প্রেসিডেন্ট থিও জয়ানজিগার বলেন,‘‘আমাদের সম্ভাবনাময় কিছু তরুণ খেলোয়াড় রয়েছে। যারা এরইমধ্যে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমাদের এমন একজন কোচও রয়েছেন যিনি দলের জন্য মানানসই। ’’

বাংলাদেশ সময়: ১১২৮ ঘন্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।