ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় সিনিয়র বক্সিং বুধবার থেকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

ঢাকা: শুরু হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক ২৬তম জাতীয় সিনিয়র বক্সিং প্রতিযোগিতা। ১১টি ওজন শ্রেণীতে চার দিন ধরে হবে খেলা।



মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বুধবার থেকে অনুষ্ঠেয় এবারের আসরে সার্ভিসেস দল, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কাব মিলিয়ে প্রায় ৬৫টি দল অংশ নিচ্ছে।  

প্রতিযোগিতার পুরো খরচই দিচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

প্রতিযোগিতা উপলক্ষ্যে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্সিং ফেডারেশন সভাপতি লে. কর্নেল (অব.) এম এ লতিফ জানান, ২০১১ এর প্রথম দিকেই সাউথ এশিয়ান জুনিয়র বক্সিং প্রতিযোগিতার আয়োজন করবেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি এসএম আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সাউথ ইস্ট ব্যাংকের সহ-সভাপতি লে. কর্নেল (অব.) রফিক।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।