ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

দর্শকদের কাছে বিশ্বকাপ মাসকটের নাম চেয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, জুলাই ২০, ২০১০
দর্শকদের কাছে বিশ্বকাপ মাসকটের নাম চেয়েছে আইসিসি

দুবাই: ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের মুখচ্ছবি বা মাসকটের নাম খুঁজছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেট অনুরাগী যে কেউ মাসকটের নাম দিতে পারেন।



সুযোগটা সবার জন্য উন্মুক্ত। দর্শকদের কাছ থেকে অনলাইনে নাম চেয়ে আইসিসি মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে।

মাসকটের নাম রেখে তা পাঠিয়ে দিন আইসিসির ঠিকানায় ([email protected])। অবশ্যই ২০ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে মাসকট ‘হাতি’র একটি সুন্দর নাম রেখে তা পাঠিয়ে দিন। সঙ্গে নিজের নাম ঠিকানা দিতে ভুল করবেন না। কারণ দর্শকদের পাঠানো নাম থেকেই সেরাটি বেছে নেওয়া হবে। ভাগ্যবান ওই দর্শকের নাম ঘোষণা করা হবে কলম্বো মাসকট যাত্রা অনুষ্ঠানে।

২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দুইদিন পর ১৯ ফেব্রুয়ারি হবে ভারত-বাংলাদেশের মধ্যকার উদ্বোধনী ম্যাচ। ফাইনাল হবে ২ এপ্রিল ভারতের মুম্বাইয়ে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘন্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।