ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিনল্যান্ডেও সাড়া ফেলেছেন সেমেনিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
ফিনল্যান্ডেও সাড়া ফেলেছেন সেমেনিয়া

ঢাকা: অ্যাথলেটিক্স ট্র্যাকে নেমেই আবারো ঝড় তুললেন ক্যাস্টার সেমেনিয়া। ফিনল্যান্ডের লাপিনলাহতিতে সাভো প্রতিযোগিতার মেয়েদের ৮০০ মিটারে প্রথম হয়েছেন বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা এই দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট।



১৯ বছরের সেমেনিয়া ২.৪১ মিনিট সময় নিয়ে প্রথম হন। দ্বিতীয় হয়েছেন সুইডেনের সোফিয়া অবের্গ। রাশিয়ান প্রতিযোগি অ্যানা ভারখোভস্কায়া তৃতীয় স্থান দখল করেন।

গত বছর বার্লিন বিশ্বচ্যাম্পিয়নশিপেও স্বর্ণ জিতেছিলেন তিনি। ট্রাকে দুরন্ত গতির কারণে লিঙ্গ নিয়ে প্রশ্ন ওঠে এই দক্ষিণ আফ্রিকান অ্যাথলেটের।

তবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ) বিষয়টি নিয়ে পরীক্ষা করে তাকে গত মঙ্গলবার বৃহস্পতিবার প্রতিযোগিতায় নামার অনুমতি দেয়।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘন্টা, জুলাই ১৯, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।