ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনে সেনা অভিযান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশনে সেনা অভিযান

বাগদাদ: ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) অফিসে সেনা অভিযানের প্রতিবাদে রোববার লিগের খেলা স্থগিত করে দিয়েছেন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তা জানান, প্রায় ২০ সদস্যের একটি সেনা দল বাগদাদে আইএফএ’র সদর দপ্তরে ঢোকেন অ্যাসোসিয়েশনের প্রধান হুসাইন সাঈদ ও আরো তিন উর্ধ্বতন কর্মকতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে।



নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন,‘‘অভিযানের সময় তাদের কেউই অফিসে না থাকায় প্রায় আধাঘন্টা অপেক্ষার পর সেনা সদস্যরা চলে যান। ’’

এর প্রতিবাদে ঘরোয়া চ্যাম্পিয়নশিপের খেলা স্থগিতের পাশাপাশি ঘটনার তদন্ত দাবি করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ।

এদিকে এক সপ্তাহ পরই আইএফএ’র নির্বাচন হওয়ার কথা। তার আগে এমন ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন প্রার্থীরা।

আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে এরই মধ্যে ফিফা দুই প্রতিনিধি ইরাকে অবস্থান করছেন।

সাদ্দাম সরকারের প্রশাসনের সঙ্গে আইএফএ কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ এনে ২০০৯ সালের নভেম্বরে কমিটি ভেঙ্গে দিয়েছিলো বর্তমান সরকার। এরপর ফিফা দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সরকার পুনরায় আগের কমিটি বহাল করে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, জুলাই ১৯, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।