ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বৃষ্টিতে ধুয়ে গেছে গলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
বৃষ্টিতে ধুয়ে গেছে গলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা

গলে: বৃষ্টিতে ধুয়ে গেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার গলে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আগের রাতে ভারি বৃষ্টির পর সোমবারও থেমে থেমে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।



দুপুরের পর মেঘ কেটে গেলে মাঠ পরিদর্শনে যান আম্পায়াররা। কিন্তু বিধিবাম, হঠাৎ একপশলা বৃষ্টি ফের ভিজিয়ে দেয় গলের মাঠ। উপায়ান্তর না দেখে দিনে খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

প্রথম দিনও বৃষ্টির কারণে বাইশ ওভার কম খেলা হয়। এদিকে দেশটির আবহওয়া বিভাগ পুরো টেস্ট জুড়েই বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।

প্রথম দিনে উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ও অধিনায়ক কুমার সাঙ্গাকারার জোড়া শতকে দুই উইকেটে ২৫৬ রান তোলে স্বাগতিকরা।

১১০ রান নিয়ে ক্রিজে রয়েছেন পারানাভিতানা। তৃতীয় জুটিতে তার সঙ্গী সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (৮)।

এই টেস্ট খেলেই পাঁচ দিনের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। টেস্টে ৭৯২ উইকেট আর একদিনের ম্যাচে ৫১৫ উইকেট নিয়েছেন স্পিন জাদুকর। উভয় ধরনের ক্রিকেটেই শীর্ষ উইকেট শিকারি এই লঙ্কান স্পিনার।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘন্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।