ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিতে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিতে চান আফ্রিদি

লন্ডন: আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ দিয়েই বিশ্বকাপ জয়ের মঞ্চ রচনা করতে চান পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক শহীদ আফ্রিদি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে সিরিজের প্রথম টেস্টে হেরে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

বুধবার থেকে লিডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট শেষে পাঁচ দিনের ক্রিকেটকেই না বলে দেবেন স্থায়ীভাবে।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৫০ রানে হারে পাকিস্তান। অধিনায়ক আফ্রিদি দুই ইনিংসে করেন মাত্র ৩৩ রান।

তবে সীমিত ওভারের খেলায় অধিনায়ক আফ্রিদির পারফরমেন্স অতটা খারাপ নয়। ২০০৯ এর বিশ্বকাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে শিরোপা এনে দিয়েছিলেন ৩০ বছর বয়সী এই অল-রাউন্ডার।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,‘‘ (টেস্টের ব্যাপারে) আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিকই মনে হয়েছে। এখন আমার ভাবনা শুধু ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচকে ঘিরে। যেটা হবে আগামী বিশ্বকাপ জয়ের পথে আমাদের প্রথম পদক্ষেপ। ’’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘন্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।