ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ফিওরেন্টিনায় যাচ্ছেন ইনসুয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, জুলাই ১৮, ২০১০
ফিওরেন্টিনায় যাচ্ছেন ইনসুয়া

লিভারপুল: লিভারপুল তাদের আর্জেন্টিনা তারকা এমিলিয়ানো ইনসুয়াকে ইতালির ফিওরেন্টিনার কাছে বিক্রি  করে দিচ্ছে।

নতুন দলের সঙ্গে চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করতে শনিবারই ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার।



কাবের মুখপাত্র বলেন,‘‘ আমরা ইনসুয়াকে নিয়ে ফিওরেন্টিনার সঙ্গে সমঝোতায় পৌঁছেছি এবং সিরি আ কাবটিকে তার সঙ্গে কথা বলারও অনুমতি দেওয়া হয়েছে। ’’

লিভারপুল মুখপাত্র আরো বলেন,‘‘এমিলিয়ানো এরই মধ্যে সুইজারল্যান্ডে আমাদের অনুশীলন ক্যাম্প ছেড়ে গেছে। ’’

২০০৭ সালে বোকা জুনিয়র্স থেকে লিভারপুলে যোগ দেন ইনসুয়া। ইংলিশ কাবটির পক্ষে ৬২ ম্যাচ খেলেছেন রক্ষণভাগের এ খেলোয়াড়।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘন্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।