ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

একদিনের সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
একদিনের সিরিজ অস্ট্রেলিয়ার

ব্রিসবেন: দুই ম্যাচ হাতে রেখে একদিনের সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। রোববার পঞ্চম ম্যাচে অসিরা ৫১ রানে হারায় ইংল্যান্ডকে।

অস্ট্রেলিয়া: ২৪৯ (৪৯.৩ ওভার)
ইংল্যান্ড: ১৯৮ (৪৫.৩ ওভার)
ফল: অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার। দলীয় ৪৮ রানের মাথায় সাজঘরে ফেরেন শেন ওয়াটসন (১৬)। এরপর ৭২ রানে ব্রাড হাডিন (৩৭) ও ৯৬ রানে আউট হন শন মার্শ (১৬)।

তিন ব্যাটসম্যানের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। শেষপর্যন্ত ক্লার্কের ৫৪ ও ডেভিড হাসির ৩৪ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকরা।

৪৫ রান দিয়ে ছয়টি উইকেট নেন ক্রিস ওয়াকেস।

জবাবে ইংলিশরা অল-আউট হয় ১৯৮ রানে। সবচেয়ে বেশি ৪০ রান করেন কেভিন পিটারসন। এছাড়া ৩৬ রান করেন ইয়ান বেল।

২৫ রান খরচায় তিনটি উইকেট নেন শেন ওয়াটসন। এছাড়া ব্রেট লি, ডোগ বোলিঙ্গার ও জন হেস্টিংস নেন তিনটি করে উইকেট।

ম্যাচ সেরা হন ক্রিস ওয়াকেস।

সাত ম্যাচের সিরিজ ৪-১ এ জিতেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।