ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

মেসির জোড়া গোলে জয় বার্সার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
মেসির জোড়া গোলে জয় বার্সার

মাদ্রিদ: স্প্যানিশ লিগে টানা ১৫ ম্যাচ জিতে বার্সেলোনা সমতা এনেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। শনিবার লিওনেল মেসির জোড়া গোলে কাতালানরা ৩-০ গোলে উড়িয়ে দেয় হারকিউলেসকে।

১৯৬০ থেকে ১৯৬১ মৌসুমে অ্যালফ্রেদো ডি স্তেফানোর নেতৃত্বে রিয়াল মাদ্রিদ টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে। ৫০ বছর পর বার্সেলোনা স্পর্শ করেছে সেই রেকর্ড। অবশ্য আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারাতে পারলেই নতুন রেকর্ড গড়বে পেপ গার্দিওলার দল।

হারকিউলেসের মাঠে ৪৩ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন পেদ্রো রদ্রিগেজ। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

৮৭ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান ব্যালন ডি’ওর পুরস্কার জেতা মেসি। দানি আলভেসের ঠেলে দেওয়া বলে জালে বল জড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর দুই মিনিট আগে দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন ফ্যারিনোস। আর রেফারির শেষ বাঁশি বাজার এক মিনিট আগে স্বাগতিকদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোনেক মেসি। এই গোলেরও উৎস ছিলেন দানি।

২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে পরের স্থানে কোচ হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ।

এদিকে সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার এক নম্বর দল এসি মিলান ২-০ গোলে হারায় কাতানিয়াকে। গোল দুটি করেন রবিনহো (৫৮ মিনিট) ও ইব্রাহিমোভিচ (৮৫ মিনিট)। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সবার আগে এসি মিলান।

এছাড়া এফ কাপে শীর্ষ ষোল’র খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে সাউদামটনকে, বার্মিংহাম সিটি ৩-২ ব্যবধানে কভেন্ট্রি সিটিকে ও অ্যাস্টন ভিলা ৩-১ এ হারায় ব্ল্যাকবার্ন রোভার্সকে। তবে চেলসি ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।