ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফের এশিয়ার সম্রাট জাপান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
ফের এশিয়ার সম্রাট জাপান

কাতার: এশিয়ার হারানো সাম্রাজ্য আবারো ফিরে পেয়েছে জাপান। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতে চতুর্থবারের মতো এশিয়ান কাপের মুকুট জয় করেছে ব্লু  স্যামুরাইরা।

দোহা খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে পূর্ণ শক্তি নিয়ে ময়দানি লড়াইয়ের মুখোমুখি হয়েছিলো জাপান ও অস্ট্রেলিয়া। উভয় দলের রক্ষণদুর্গের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে কেউ কারো জালে বল জড়াতে পারেনি। এজন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধও থাকে গোলশূন্য।

অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার মহুর্মুহু আক্রমণে কেঁপে উঠে জাপানি দুর্গ। তবে সকারুস ফরোয়ার্ডদের লক্ষ্যভ্রষ্ট শটে অক্ষুন্ন থাকে স্যামুরাইদের আধিপত্য। ১০২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন অসি খেলোয়াড় ব্রেট এমারটন। দুই মিনিট পর রবি ক্রসের চোখধাঁধানো হেড ঠেকিয়ে দেন গোলরক্ষক ইজি কাউয়ামিশা।

বরদেবী অস্ট্রেলিয়ার সহায় হননি। তাই গোলের সুযোগ তৈরি করেও জালের ঠিকানা খুঁজে পায়নি সকারুসরা। এক্ষেত্রে ভাগ্যবান গত তিন আসরের চ্যাম্পিয়নরা। কষ্টে হলেও চতুর্থ শিরোপা ঘরে তুলেছে। ১০৯ মিনিটে তাদানারি লির গোলে হারানো সাম্যাজ্য ফিরে পেয়ে উৎসবে মেতে উঠে জাপানিরা। ইউতো সাগাতোমর বাড়িয়ে দেওয়া বলে নিশানাভেদ করেন এই স্যামুরাই ফরোয়ার্ড।

১৯৯২, ২০০০ ও ২০০৪ সালেও শিরোপা জিতেছে জাপান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad