ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে তৃতীয় দেলোয়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

ঢাকা: মিয়ানমারে আইটিএফ অনূর্ধ্ব ১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ-২ এর খেলায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মিয়ানমার টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে বাংলাদেশের অপর দুই প্রতিযোগী ওয়াই মং মারমা ষষ্ঠ ও দেলোয়ার হোসেন সজল ২৩তম স্থান অর্জন করেন।

অপরদিকে বালিকা বিভাগে ঝিলিক চাকমা ১৬তম, ইশিতা আফরোজ ১৭ তম এবং আয়েশা সুলতানা ২৩ তম স্থান অর্জন করেছেন।

ইয়াংগুনের তেইনবো টেনিস সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বাগতিক মায়ানমারসহ বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, লাউস, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মেকাউ, নেপাল, পাকিস্তান, সিংগাপুর, শ্রীলংকা ও ভিয়েতনামের প্রতিযোগীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘন্টা, ২৯ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।